


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশার পলাশ বাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের শিশু মেয়ে মোসা. মাইমুনা জান্নাত বাঁচতে চায়। তার বাবা জাহাঙ্গীর আলম হতদরিদ্র হওয়ায় তার চিকিৎসার টাকা ব্যবস্থা করতে পারছেন না। তাই তিনি সমাজের বৃত্তবান ব্যাক্তিদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন।
শিশুটির বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমি একজন দরিদ্র মানুষ। আমার মেয়ের বয়স মাত্র সাড়ে বছর। তার স্প্যাইনাল কর্ডের উপর টিউমার ধরা পরেছে। ডাক্তার পরামর্শ দিয়েছেন খুব শীঘ্রই অস্ত্রপাচার করার জন্য। টিউমার মেরুদণ্ডের উপরে হওয়াই এবং আগে একবার অস্ত্রোপচার করায় যায়গাটা খুবই সেন্সেটিভ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন, কিন্তু এতো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি সমাজের সহৃদয় ও বৃত্তবান মানুষদের কাছে আমার মেয়ের জীবন বাঁচাতে সাহায্যের জন্য অনুরোধ করছি। আমার বিকাশ/রকেট/ নগদ অ্যাকাউন্ট নাম্বার ০১৭৩৫৬২৫৯৪৭।