


বিশেষ প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা,চসিক কর্মকার্তা আবুল কাশেম ভূঁইয়া আর নেই।তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার সূত্রে জানা যায়, ২৩জুলাই, সকাল ১১.৪৫ মিনিটে হালিশহর এ ব্লকস্হ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালীন সময়ে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি কর্মস্থল চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রমোট কর ও বিজ্ঞাপন এর প্রধান পরিদর্শক ছিলেন। মৃত্যুকালে ২ছেলে ৩মেয়ে আত্মীয় স্বজন’সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।
তাহাঁর মৃত্যুতে শোকাভিভূত ও গভীরভাবে শোকাহত আত্মীয় স্বজন’সহ অসংখ্য শুভানুধ্যায়ী। তাঁর কর্মস্থলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী’সহ পরিবার আত্মীয় স্বজন’সহ সকলের পক্ষ থেকে উনার আত্মার মাগফেরাত কামনা করছেন।বং একই সাথে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
উল্লখ্য: নিঃশ্বাসের নেই কোন বিশ্বাস। এটাই সত্যি এটাই বাস্তব সবাইকে মেনে নিতে হয়।
প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে।(সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫)
সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে।(আল-কুরআন)
যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান।(সুনানে ইবনে মাজাহ (৪২৫৯ নং হাদিস )
আল্লাহ তায়ালা আপনাকে আমাকে সকলকেই যেন নেক হায়াত দারাজ করুন ও ইহকাল পরকালের কামিয়াবী হাসিল করুন। আমিন।