


বারখোর রাস্তা পরিদর্শন করার সময়, ঘড়ির কাঁটার দিক অনুসরণ করা প্রয়োজন। এখানে ধার্মিক তিব্বতিদের প্রার্থনার চাকা ঘুরিয়ে চলতে বা রাস্তায় লম্বা হয়ে শুয়ে প্রণাম করতে দেখা যায়। রাস্তার দুই পাশে রয়েছে জাতিগত হস্তশিল্প ও স্যুভেনির পশরা। কেনাকাটার সময় আপনি দরকষাকষি করতে পারেন। বারখোর রাস্তার এক কোণে একটি দুই তলার ‘ম্যাগিঅ্যামি’ বার আছে। বারের দই কেক সুস্বাদু। রাতের বারখোর রাস্তা বেশ শান্ত। রাস্তার কোণে লম্বা ধূপ বার্নারে পাইন শাখার পোড়া গন্ধ পাওয়া যায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।