মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাসুবর্ণচরে উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সুবর্ণচরে উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট (বুধবার) বিকালে চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ হয়।

চর মজিদ ভুঞার হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ওসমান গনির সুমধুর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলার মাদ্রাসার শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও চর জুবিলি রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সাহেব। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলাধীন বিভিন্ন মাদ্রাসার সুপার ও শিক্ষক প্রতিনিধি গন অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সহিদুল করিম দীর্ঘ ৩ বছরের কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনার সুস্থতাপূর্ণ কামনা দোয়া করেন।

বিদায়ী শিক্ষা কর্মকর্তার উনার সম্মানে আয়োজিত অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে সমিতির নেতৃবৃন্দ ও তাদের ডাকে সাড়া দিয়ে অতিথি হিসেবে মনোমুগ্ধকর একটি আয়োজন উপহার দেওয়াতে সকল শিক্ষকগণ ও মেহমানদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হোসেন, সুপার চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসা।

এছাড়াও নবনির্বাচিত অধ্যক্ষ চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার, মাওলানা ছায়েদল হক, সেক্রেটারি সুবর্ণ চর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি। মাওলানা আব্দুল হক, সুপার থানার হাট দাখিল মাদ্রাসা, মাওলানা খোবায়েব হোছাইন সুপার চরবাটা মহিলা মড়েল মাদ্রাসা, মাওলানা হোছাইন আহম্মদ সুপার দুলাল মিয়ার হাট আজিজিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা নিজাম উদ্দিন সুপার চরবাটা আহমদিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা আবদুল্লাহ, সুপার চরজব্বর জামিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা খালেদ হোসাইন ইবতেদায়ী প্রধান হাজি ওদুমিয়া সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায়ী বক্তব্যের পর সংগঠণের সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ও পুরস্কার বিতরণ করা হয়।

সেই সাথে রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকেও হাফেজ আবদুর রহমান বিদায়ী শিক্ষা কর্মকর্তাকে পুরস্কার প্রদান
করেন। অবশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট