


নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ ১৪ বছর পলাতক থাকা জয়পুরহাট জেলার কালাই থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরিফ হোসেন (৩৫) কে নওগাঁর ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার পূর্ব রাত আড়াই টার দিকে তাকে আটক করে। আটককৃত আরিফ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটপাড়া গ্রামের রাহেদুলের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরিফ হোসেন নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের সময় ২০০৯ সালের ২৬ জুন কালাই থানায় আটক হয়। গত ৩১ জুলাই ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেন। এরপর আজ নওগা জেলার সদর থানার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।