


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগার পোরশায় মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩৮১৫ পিস ইয়াবা উদ্ধারসহ মোসা. আরজিনা নামের ১ নারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রের মাধ্যমে সংবাদ পায় যে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে জেলার পোরশা থানার ছাওড় গ্রামের মজিবরের মেয়ে আরজিনার দেখানো তথ্যমতে তার নিজ বাড়ির দেয়ালের পাশে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩৮১৫ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায় সে জানায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোরশা থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে।
পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।