মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাভালুকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন।

ভালুকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন।

জিএম, ভালুুকা প্রতিনিধিঃ-
সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস এর আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সহ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জয়িতাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট