


অগাস্ট ১: চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর চালুর দশম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (সোমবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবাণী পাঠ করেন প্রেসিডেন্ট সি’র বিশেষ প্রতিনিধি এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং।
জনাব হ্য বলেন, অভিনন্দনবাণীতে চীন-পাক অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠায় ইতিবাচক সাফল্য ও গুরুত্বপূর্ণ তাত্পর্য অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সি। এটি করিডোরের উন্নয়ন এবং চীন ও পাক বাস্তব সহযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে বলেও অভিনন্দনবাণীতে জানানো হয়। বিগত দশ বছরে করিডোর নির্মাণে রেশমপথের চেতনা কাজে লেগেছে, তা ফলপ্রসূ হয়েছে এবং পারস্পরিক কল্যাণকর হয়েছে। এটি যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণকাজের সফল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের উচিত মনোযোগ দিয়ে প্রেসিডেন্ট সি’র অভিনন্দনবাণীর চেতনা কাজে লাগিয়ে চীন ও পাক অর্থনৈতিক করিডোর নির্মাণকাজ উন্নত করার চেষ্টা করা; যাতে নতুন সময় আরও ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলা যায়।
পাক প্রধানমন্ত্রীও এবারের উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ভাষণে চীন ও পাকিস্তান সম্পর্ক এবং দু’দেশের অর্থনৈতিক করিডোরকে গুরুত্বারোপ করায় প্রেসিডেন্ট সি চিন পিংকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।