


জিএম, ভালুকা প্রতিনিধিঃ –
ময়মনসিংহের ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ফজলুল আমিন লিটন (ছাতা প্রতীক) ও সাধারণ সম্পাদক কামাল হোসেন (রুই মাছ প্রতীক) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে হাজী আবদুর রহমান (কলসি প্রতীক), সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন (বাই সাইকেল প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে মানিক মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন।