


জুলাই ২৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) জোহানেসবার্গে ব্রিক্সভুক্ত দেশগুলোর নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি সম্মেলনে ‘বৈশ্বিক দক্ষিণ’ সহযোগিতা জোরদারে চার-দফা প্রস্তাব তুলে ধরেন।
ওয়াং ই বলেন, ‘বৈশ্বিক দক্ষিণ’ সহযোগিতা জোরদার করতে:
প্রথমত, সবধরনের সংঘাতের অবসান ঘটিয়ে যৌথভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হবে; যৌথ, বহুমুখী, সহযোগিতামূলক ও অবিরাম নিরাপত্তা ধারণা কাজে লাগিয়ে, ভারসাম্যপূর্ণ, কার্যকর ও অবিরাম নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে; বিভিন্ন দেশের মধ্যে বিরোধ রাজনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করতে হবে; এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে হবে;
দ্বিতীয়ত, উন্নয়নের চালিকাশক্তি বাড়াতে হবে; উন্নয়নকে আন্তর্জাতিক কার্যক্রমের কেন্দ্রে রাখতে হবে;
তৃতীয়ত, উন্মুক্ত ও সহনশীল মনোভাব নিয়ে যৌথভাবে অগ্রগতি অর্জনের চেষ্টা করতে হবে; সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করতে এবং মতাদর্শগত বিরোধকে নিরুত্সাহিত করতে হবে;
চুতুর্থত, আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করে, আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের সক্রিয় ভূমিকাকে সমর্থন করতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।