মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলার‍্যাবের অভিযানে পলাতক জেএমবি নেতা নওগাঁয় আটক

র‍্যাবের অভিযানে পলাতক জেএমবি নেতা নওগাঁয় আটক

নওগাঁ প্রতিনিধিঃ টানা ২ দিন রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে বুধবার দুপুরে নওগাঁর সাপাহার থানা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দূর্ধর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য মো. আরিফ হোসেন (২৭) কে আটক করেছে র‌্যাব।আটককৃত আরিফ হোসেন সাপাহার থানার মো. ইমাম হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরিফ হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর শীর্য জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। আরিফ হোসেনসহ তার অন্যান্য সহযোগী জেএমবি সদস্যরা গত ২০১৭ সালের ২২ জুলাই ঢাকার মোহাম্মাদপুর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একদল লোক নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও মোঃ সোহাইব শেখ ও মো. রফিকুল ইসলাম রফিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও ১ টি ধারালো চাপাতি এবং নানা রকম উগ্রবাদী বইসহ হাতেনাতে আটক হয় এবং মোহাম্মাদপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় মো. আরিফ হোসেনসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গিয়েছিলো। তাদের মধ্যে আরিফ হোসেন একজন দূর্ধর্ষ জেএমজি নেতা। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। জামিনের পর সে আবারও পলাতক হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় সাপাহার থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাপাহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট