বুধবার, অক্টোবর ৪, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলা১২বছরের ২কিশোর বন্ধু রহৎস্যজনক নিখোঁজ

১২বছরের ২কিশোর বন্ধু রহৎস্যজনক নিখোঁজ

বিশেষ প্রতিনিধি

আজ থেকে ৪দিন ধরে ১২বছরের মোঃ রফিকুল হোসেন ও মোঃ জুয়েল দুই কিশোর বন্ধুর রহৎস্যজনক নিখোঁজ সংবাদে পরিবারের থানায় জিডি। হঠাৎ নিখোঁজে নানা দুশ্চিন্তা হতাশা দিশাহারা ২ কিশোরের পরিবার ও স্বজন।

গত ২১জুলাই বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরের -বায়েজিদ এলাকা,বায়েজিদ বোস্তামী থানা,-কুঞ্জছায়া আ/এ,বাসা হইতে ২দুই কিশোর চলে গিয়া আর ফিরে আসে নাই। বন্ধুদ্বয় তাহাদের নিজ নিজ বাসা হইতে কাউকে কিছু না বলিয়া বাসা হইতে চলে গিয়া আর ফিরে আসে নাই।
নিঁখোজ মোঃ জুয়েল (১২) ও মোঃ রফিকুল হোসেন (১২) তাহারা উভয় পাশাপাশি বসবাসকারী এবং পরস্পর একে অপরের বন্ধু।

ঘটনা সংক্ষিপ্ত বিবরণ জানা যায়,বাদী রুমা আক্তার (৩২) ও তাহার সঙ্গীয় কাজল বেগম (৩৮) থানায় হাজির হইয়া এই মর্মে জানান যে, রুম আক্তার (৩২) এর ছেলে মোঃ জুয়েল ও সঙ্গীয় কাজল বেগম (৩৮) এর ছেলে মোঃ রফিকুল হোসেন দ্বয় পরস্পর বন্ধু। তাহারা উভয় সমবয়সী একই সাথে চলাফেরা করে।

ভিকটিম মোঃ জুয়েল (১২) শারিরিক বর্ণনাঃ উচ্চতাঃ ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, মুখমন্ডলঃ স্বাভাবিক, পরনে ব্লু রঙের গেঞ্জি ও কালো প্যান্ট

ভিকটিম মোঃ রফিকুল হোসেন (১২) শারিরিক বর্ণনাঃ
উচ্চতাঃ ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডলঃ স্বাভাবিক, পরনে গেঞ্জি ও প্যান্ট।

বিশেষ দ্রষ্টব্যঃ যদি কোন সহৃদবান ব্যক্তি নিখোঁজ ব্যক্তির সন্ধান পেয়ে থাকে তাহলে বায়েজিদ বোস্তামী থানায় জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ কর হইল।
যোগাযোগঃ বাদীঃ ১। রুমা আক্তার (৩২), পিতা-মোঃ বদিউল আলম, মাতা-জোহুরা বেগম, সাং-মোশারফ ভাইয়ের বিল্ডিং (নীচ তলা), ১০নং রোড,পোঃ বায়েজিদ বোস্তামী-৪২১০, কুঞ্জছায়া আ/এ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, মোবা- 01881844324 । ২। কাজল বেগম (৩৮), স্বামী-মোঃ আলম, সাং-কুঞ্জছায়া আ/এ, ২নং রোড, বি-ব্লক, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, মোবা-০১৬১৪-১৮৩৭৭৪৫।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট