


জুন ৩০: গত ২৭ জুন চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাছেং শহরের ইয়ুমিন জেলায় আকেন শিল্পীরা আকেন বাজানো ও গান গাওয়ার ট্রায়াল প্রতিযোগিতায় অংশ নেন। ‘আকেন’ মানে গায়ক। আকেন একটি প্রাচীন বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র ও সংশ্লিষ্ট গান কাজাখদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।