


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ধামইরহাটের ইউসুফপুর ব্রীজের পাশে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আল মাহমুদ দেওয়ান (৩০) ও মোঃ আব্দুল আলিম (৫৮) ২ জনকে আটক করেছে র্যাব। শনিবার পূর্ব রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাট সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ দেওয়ানের ছেলে মোঃ আল মাহমুদ দেওয়ান ও নওগাঁর ধামইরহাট থানার আজমপুর গ্রামের মৃত দফির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আলিমকে আটক করা হয়। র্যাব আরও জানান যে, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ভবিষ্যতে মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।