


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের পথরোধ করে চাঁদাবাজী করার অভিযোগে নাঈম হোসেন (২১) নামে এক কিশোর গ্যাং এর লিডারকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার পূর্বরাত পৌনে ২ টার দিকে উপজেলার গোবরচাঁপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাঈম উপজেলার সন্নাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেলের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নাঈম তার সহযোগী নয়নসহ আরো ৪-৫ জনকে নিয়ে ওই এলাকায় অনেক দিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানা ভাবে হয়রানী করে আসছে। গত ৮মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়া ও মোটর সাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবী করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ১০ মে আবারো তাদের আটকিয়ে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় মামলা দায়ের করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত কিশোর গ্যাং এত লিডার নাঈমকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে চাঁদাবাজী মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন বদলগাছী থানা পুলিশ।