


মোঃ মুক্তার হোসেন রিপোর্টারঃ-
যশোর জেলাচর শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নাধীন সীমান্তবর্তী খলসী বাজার এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩শ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১ বিজিবি, খুলনা)’র সদস্যরা।
পাচারকারীদ্বয়ের নাম ও ঠিকানাঃ- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।
বুধবার (১০ মে) দুপুর ২ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে।
২১,বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি ঐ সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি তাদেরকে ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩শ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩শ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীদ্বয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা প্রদান করা হয়েছে।