রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাফেনীতে বিএফইউজে'র সভাপতি এম আবদুল্লাহ

ফেনীতে বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ

মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ফেনী প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে ৫ মে শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব সহিদুল্লাহ মিয়াজী। দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ

এতে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের ফেনী জেলা প্রতিনিধি আব্দুর রহিম, ডেইলি বাংলাদেশ টুডের ফেনী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক সফলবার্তা সম্পাদক লিয়াকত আলী, সাপ্তাহিক স্বদেশে পত্র সম্পাদক এন,এন জীবন,ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল,দৈনিক মানবজমিন ও বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,মাসিক ফেনীর আঁচল পত্রিকার সম্পাদক সাহিদা সাম্য লিনা,পাক্ষিক ছাগলনাইয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীরনগর কবির লিটন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম.এ হাসান, সাধারণ সম্পাদক সবির আহমদ ফোরকান, দাগনভুঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পণ্ডিত, দৈনিক মানবকন্ঠের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম আবদুল্লাহ বলেন, ঢাকার ন্যায় ফেনীতেও সাংবাদিক ইউনিয়ন দুটি সাংবাদিকদের স্বার্থে একই টেবিলে বসে আলোচনা করতে পারে।কে ছাত্রলীগ, কে আওয়ামীলীগ, কে বিএনপি সেটা না দেখে দলমত নির্বিশেষে সকল সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে সাংবাদিক ইউনিয়ন ফেনী।

সদ্য নিযুক্ত রাষ্ট্রপতির একান্ত সচিব ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ফেনীতে পুলিশ সুপার থাকাকালীন ফেনীর চার সাংবাদিকের বিরুদ্ধে যে গায়েবী মামলা দায়ের করেছিলেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জাহাঙ্গীর আলম সরকারকে রাষ্ট্রপতির একান্ত সচিব করায় ক্ষুদ্ধ পতিক্রিয়ায় তার নিয়োগের বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে তার অতীত জেনে পুন: বিবেচনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের ফেনী জেলা প্রতিনিধি নজির আহমদ রতন,এটিএন নিউজ ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম, দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বার্তা সংস্থা ইউএনবি ও দেশ রুপান্তর ফেনী জেলা প্রতিনিধি শফি উল্লা রিপন, সাপ্তাহিক নিহারিকা পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলার ফেনী জেলা প্রতিনিধি এস,এম,ইউছুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহসভাপতি ওমর ফারুক,
কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজী, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সদস্য কামরুল হাসান লিটন, এম এ হাসান, দৈনিক ডিজিটাল সময় সম্পাদক এবিএম নিজাম উদ্দিন,এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার কাজী সালাহ উদ্দিন নোমান, দৈনিক গনমানুষের আওয়াজ আব্দুল মুনাফ পিন্টু, দৈনিক সকালের সময়য়ের সোনাগাজী প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক প্রভাত আলোর সোনাগাজী প্রতিনিধি, দৈনিক অন্যদিগন্ত পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি আবরার চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের ফেনী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ রিয়েল,দৈনিক শেয়ারবীজ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি কামরুল হাসান নিরব,দৈনিক আমাদের নতুন সময় সোনাগাজী উপজেলা প্রতিনিধি বাহার উল্লাহ বাহার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন সাংবাদিকতার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল কালাকানুন বাতিল করে অবাধ মুক্ত সাংবাদিকতার সুযোগ করে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট