


মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলের ৪নং কেশবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর কেশবপুর গ্রামের মানসুরা আক্তার (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত মানসুরা কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতো এবং কেশবপুর গ্রামের মৃত. শাহজাহান মৃধার মেয়ে।
বুধবার(১৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে আটটার দিকে মানসুরা নানা বাড়ি মমিনপুর থেকে তার নিজ বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে চাপা পড়ে মৃত্যু হয়।
জানা গেছে, মমিনপুর চৌমুহনী বাজারের উত্তর পাশে পৌঁছালে দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেলের নীচে চাপা পড়ে। রবিউল নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে গাড়ীসহ পালিয়ে যায়।
প্রথমে আহত অবস্থায় মানসুরাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, পরে স্থানীয় ও নিহতের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে বাউফল থানা অফিসার ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক চায়না বাংলাকে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
# মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি।।
২০.০৪.২৩
০১৭৭৫-৭৫৮-৪৫৮