


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরে ১শ গ্রাম পুলিশের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল, সেমাই, চিনি ও তেল।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবেদ আলী মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বল্প ভাতায় গ্রাম পুলিশের সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে মূখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয় না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে।