রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলার‍্যাবের অভিযানে ৩ লক্ষ ৪৬ হাজার জাল নোটসহ ২ জন আটক

র‍্যাবের অভিযানে ৩ লক্ষ ৪৬ হাজার জাল নোটসহ ২ জন আটক

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার তেতুলতলী এলাকা হতে মঙ্গলবার পূর্ব রাত দেড় টার দিকে ৩ লক্ষ ৩৬ হাজার জাল টাকাসহ মোঃ রিমন (২৭) ও মোঃ রনি মন্ডল (৩০) কে হাতেনাতে আটক করে র‍্যাব।

র‍্যাব-৫ সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার সদর থানার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ রিমন ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ রনি মন্ডলকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরও জানান অভিযুক্ত মূলহোতা মোঃ রিমন জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ও মোঃ রনি মন্ডল তার সহযোগী হিসেবে কাজ করে। তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। তারা ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলে তারা স্বীকার করে। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল। জাল টাকা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট