


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় খুঁজে পাওয়া শিশু ঠিকানাহীন মরিয়ম বিনতে আলী (৫),পিতা আলী ইসলাম এবং মাতা: রোজিনা আক্তার। ৫বছরের শিশুটি তার পরিচয় বিবরণে কিছুই জানেনা বলতে পরে না বিস্তারিত ঠিকানা কোন কিছুই।
আজ শনিবার সকাল ০৮:৩০ টায় মেয়েটিকে ইপিজেড মোড় থেকে খুঁজে পাওয়া যায়। কিন্তু কোন মতেই সে তার ঠিকানা বলতে পারছেনা।
শিশুটির পরিবারের সন্ধানে সিএমপি,ইপিজেড থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।কেউ যদি মেয়েটিকে চেনেন বা তার সম্পর্কে কোন তথ্য থাকে ইপিজেড থানার ডিউটি অফিসারের নিকট অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। ডিউটি অফিসার, ইপিজেড থানা: ০১৩২০০৫২৯২৬।