


মোঃ দেলোয়ার হোসেন ঝন্টু (ফেনী জেলা প্রতিনিধি)ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর নদীরকুলের (১ নং ওয়ার্ড) হোসেন ভূঁইয়া বাড়ীর মোবারক (সিএনজি চালক) এর ছোট ছেলে মিনহাজ(৫) কিছু দিন আগে ঘরের সিঁড়ি থেকে পড়ে মারাত্মক আহত হয়। সিটি স্ক্যান রিপোর্টে জানা যায় এতে তার মাথার একপাশের হাড্ডি ২ইঞ্চি এর মতো ফেটে গেছে এবং রক্ত মাথায় ছড়িয়ে পড়েছে। দরিদ্র এই পরিবারে জন্য মিনহাজের চিকিৎসার ব্যয় বহন করা কষ্টকর।এরই মাঝে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিনহাজের পিতা মোবারক গত দুই মাস আগে সিএনজি এক্সিডেন্ট করে মারাত্মক আহত হ। তাঁর বাবার চিকিৎসা এবং সিএনজি মেরামত করতেও অনেক টাকা ধার-দেনা করে খরচ করতে হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এখন আবার ছেলের এই বিপদে খরছ করার মতো যথেষ্ট সামর্থ এখন আর নেই।
অন্য দিকে ডাক্তার বলছেন অতি তাড়াতাড়ি অপারেশন করানো লাগবে।না হয় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।আর যদি মিনহাজের অপারেশন করা হয় তবে খরচ হবে প্রায় দেড় লক্ষ টাকা।তাই মিনহাজের উন্নত চিকিৎসার জন্য সমাজের সকল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তার পরিবার। অসহায় মিনহাজকে বাঁচাতে মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসবে এমন প্রত্যাশা অসহায় পরিবারের। আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন- বিকাশ ,01793043110 (হাফেজ নাঈম),
-01316771617 (পারভেজ)।