শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলা২৪ঘন্টায় চাঞ্চল্যকর ধর্ষণকারী আটক-র‍্যাব-৭

২৪ঘন্টায় চাঞ্চল্যকর ধর্ষণকারী আটক-র‍্যাব-৭

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে মামলা রুজুর ২৪ঘন্টার মধ্যে
চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামীকে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

২৫ মার্চ বিকাল ৩টায় অভিযানে আসামী বিপ্লব চাকমা (৩০) কে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,ধর্ষিতা ভিকটিম এবং অসামী বিপ্লব রাঙ্গামাটি ও কোতয়ালী থানাধীন টিএন্ডটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। ১৮ সালে পরিচয়ে প্রেমের সম্পর্কের সূত্র ধরে অসামী-২০ সালের নভেম্বরে ভিকটিমকে তার ভাড়া বাসায় নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। খুব শিঘ্রই বিবাহ করবে এ আশ্বাস দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে বিপ্লব তার কর্মস্থল চট্টগ্রামে চলে আসে।

২১সালের১৫ ডিসেম্বরে কোর্ট ম্যারেজে তারা নোটারী পাবলিক কার্যালয়ে যৌথ হলফনামা সম্পাদন পূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর বিপ্লব একটি ভাড়া বাসায় সেখানে তারা স্বামী- স্ত্রী রুপে বসবাস করে।শীঘ্রই সামাজিকভাবে বিবাহ সম্পন্নে চট্টগ্রামে তার বাসায় নিয়ে যাবে বলে আশ্বাসে তার কর্মস্থলে চলে আসে। ভিকটিম যোগাযোগ করলেও বিপ্লব যোগাযোগ বন্ধ করে দেয়। ৮ফেব্রুয়ারি-২২ইং মোবাইল ফোনে যৌথ হলফনামা সম্পাদন পূর্বক বিবাহের অস্বীকারসহ সামাজিকভাবে বিবাহ করবে না বলে জানায়। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টায় বিপ্লব সালিশে হাজির না হয়ে পলাতক থাকায় ব্যার্থ হয়।ভিকটিম সুবিচারের বাদী হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ ধর্ষণ মামলার পলাতকে আটকে গোয়েন্দা তৎপরতা নজরধারীর ধারাবাহিকতায় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উপরোল্লিখিত ধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট