


নোয়াখালী প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে এসএফপিসি, উপকূলীয় বন বিভাগ,সুবর্ণচর নোয়াখালী।
শুক্রবার (১৭ মার্চ) সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসনের সহায়তায় উপকূলীয় বন বিভাগ, সুবর্ণচর নোয়াখালী। উপজেলা বন কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে ১টি স্নারক বৃক্ষের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা,সুবর্ণচর নোয়াখালী।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, মো: ফখরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো: শাহজালাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: এটি.এম.মুহিতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান, জাতির পিতার ১০৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, চর জব্বর থানা এবং উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ১০৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করার ব্যতিক্রম এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বৃক্ষরোপন সমাপ্ত করেছি উপজেলা প্রশাসনের সকলের সহায়তায়। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন বিভাগ নোয়াখালীর পক্ষ থেকে।