শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানওগাঁয় খিদমাহ্ জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নওগাঁয় খিদমাহ্ জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর চকএনায়েত, রুবির মোড়ে মানুষের সেবা করার লক্ষ্যে খিদমাহ্ জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মোঃ সাইদুর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর সর্বস্তরের তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সাধারন মানুষেকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য এই খিদমাহ্ জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেছি। সাধারণ মানুষ যেন স্বল্প খরচে সঠিক মানের সেবা পায় সেই বিষয়টি নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা নিরিক্ষা করা হবে এবং প্রয়োজনের অতিরিক্ত কোন পরীক্ষা দেওয়া হবে না বলেও জানান কর্তৃপক্ষ। এমনকি এখানে চিকিৎসাসেবা দিতে আসা দরিদ্র রুগীদের সর্বোচ্চ কম খরচে সেবা দেওয়া এবং ক্ষেত্রবিশেষে দরিদ্র রুগীদের বিনা অর্থে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

খিদমাহ্ জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহমুদুন নবীর সভাপতিত্বে ও প্রশাসনিক পরিচালক মোঃ মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট গ্র‍্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক অধ্যক্ষ লুৎফুন নেছা, রংপুর নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা বানু প্রমুখ।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট