শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচন্দনাইশে কৃষিজমির টপ সয়েল-৮০হাজার টাকা জরিমানা

চন্দনাইশে কৃষিজমির টপ সয়েল-৮০হাজার টাকা জরিমানা

মোহাম্মদ মাসুদ

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেহনগর এলাকায় কৃষি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাবিবুল বশর (৩৮) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল উপস্থিত এলাকাবাসী সুত্রে জানা যায় স্থানীয় এমপি নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা জাহাঙ্গীর আলম চৌধুরীর মাটিকাটা সিন্ডিকেটের সদস্য মোজাহের,হাবিবুল বাশার বাবু,তওহীদ মেম্বার প্রমুখ।

সম্প্রতি এই অভিযান পরিচালনা করেন চন্দানাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

জানা যায়,ঐ এলাকার প্রিয়মল বড়ুয়ার জমি থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছিল।খবর পেয়ে সেখানে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময়ে এস্কেভেটরের মালিক তৌহিদ মেম্বারকে ঘটনাস্থলে না পেয়ে স্থানীয় চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনে জিম্মায় দিয়ে যান। এস্কেভেটর মালিককে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান,অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট