শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানওগাঁয় ভূয়া এনজিও এর চেয়ারম্যান ও ম্যানেজারসহ ৩ জন আটক

নওগাঁয় ভূয়া এনজিও এর চেয়ারম্যান ও ম্যানেজারসহ ৩ জন আটক

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী থানার বিলাশবাড়ী এলাকা হতে মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ভূয়া এনজিও খুলে প্রতারণা করার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ৩ প্রতারককে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলো উপজেলার বলরামপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ এমরান হোসেন খান (৪৮), হলুদ বিহার গ্রামের মোঃ আফছার আলীর ছেলে মোঃ আবু সাঈদ নাজমুল (৪৪) ও মৃত হাছির উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫০)।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামীণ উপকণ্ঠে বিপুল সংখ্যক জাল ও অননুমোদিত এনজিও গড়ে উঠেছে। মাঠকর্মীরা স্থানীয় জনগণকে তাদের অর্থ বিনিয়োগ বা এনজিও থেকে ঋণ নিতে উসকানি দেয়। কিন্তু সময়ের সাথে সাথে অর্থের অপব্যবহার হয়ে এবং ভোক্তারা সর্বস্ব হারিয়ে ফেলেন। যেহেতু গ্রাহকরা এনজিওতে ফাঁকা চেক জমা দিয়েছেন, এনজিও কর্মীদের ব্যাকমেইলিং কারণে তারা কোনও আইনি পদক্ষেপ নিতে পারে না। এই বিষয়ে বেশ কিছু মিডিয়ার লেখালেখির সাক্ষী এবং ভুক্তভোগীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায়, যার প্রেক্ষিতে র‍্যাব ক্যাম্পের দল দ্বারা একটি পুঙ্খানুপুঙ্খ ছায়া তদন্ত করা হয়েছে। তদন্তে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। অভিযুক্ত ভুয়া এনজিও, দীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বিরুদ্ধে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে অপারেশন টিম অভিযান পরিচালনা করে এবং বিপুল সংখ্যক উপযুক্ত প্রমাণসহ তাদের গ্রেফতার করে।

পরবর্তীতে ভূক্তভোগীরা বাদী হয়ে বাদলগাছী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করলে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট