


মোঃ দেলোয়ার হোসেন মজুমদার( ফেনী জেলা প্রতিনিধি)অবৈধভাবে অর্থ রাখার অভিযোগে সৌদি আরবের রিয়াদে আটক হয়েছেন ফেনী জেলা আ’লীগের সদস্য, জুহানা গ্রুপের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দীন সাইদ, সিআইপি (জেড ইউ সাইদ)। সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাকে আটক করে। সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।তবে তার ভাই মেজবাহ উদ্দীন সাইদ লিটন বলেন, “আমার ভাই গ্রেপ্তার হননি।তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে গোয়েন্দা নজরদারীতে রয়েছেন”।
এ ব্যাপারে জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাশার বলেন,আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোন প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশী আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।