বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাআদালতের নিষেধ আজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ কাজ

আদালতের নিষেধ আজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ কাজ

মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় দিশেহারা হয়ে পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন ক্ষতিগ্রস্থ হামিদুল হক।
মামলা সূত্রে জানাযায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের মৃত অহিদের রহমানের পুত্র হামিদুল হকের সঙ্গে একই বাড়ির মৃত আবদুর রউফ এর পুত্র সাইফুল ইসলামের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে।
বিরোধীয় জায়গায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন সাইফুল। ৬ ফেব্রুয়ারী হামিদুল হক বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা (নং-৮৮/২০২৩) দায়ের করলে আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা জারি করে।
হামিদুল হকের অভিযোগ বিবাদী সাইফুল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে মতামতের জন্য মোবাইলে বারবার ফোন করেও সাইফুল ইসলামকে পাওয়া যায়নি।
ছাগলনাইয়া থানার এএসআই মোঃ নজরুল ইসলাম বলেন, আদালত আমাদেরকে পক্ষদের মাঝে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলেছে। সে অনুযায়ী আমরা উভয় পক্ষকে নোটিশ দিয়েছি। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট