বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানওগাঁয় ১শ ৫১মন ভেজাল গুড় ধ্বংস, ৫ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁয় ১শ ৫১মন ভেজাল গুড় ধ্বংস, ৫ব্যবসায়ীকে জরিমানা

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে ৫ গুড় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার দোহালি গ্রামে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব।

এসময় ১শ ৫১ কেজি ভেজাল গুড়সহ ১৮ হাজার ৬শ ৫০ লিটার দূষিত চিনির শিরা, ৩ হাজার ১শ ৬০ লিটার মিষ্টির ময়লা শিরা, ২হাজার ৫শ ৫০ কেজি হাইড্রোজেন, সাড়ে ৪ কেজি কেমিক্যাল রং, ৪ কেজি স্যাকারিন, ৫শ গ্রাম ফিটকিরি ও ৫ কেজি চুন ধ্বংস করেন।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ মহাদেবপুর থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক কালাম গুড় কারখানার মালিক মোঃ আল মামুন সরদারকে ৩০ হাজার টাকা, হাজড়া গুড় ঘরের মালিক শ্রী অনুকূল চন্দ্র হাজড়াকে ৫ হাজার টাকা, রতন গুড় ঘরের মালিক শ্রী রতন চন্দ্র মন্ডলকে ৩ হাজার টাকা, গৌতম গুড় ঘরের মালিক গৌতম কুমার হাজড়াকে ৩ হাজার টাকা ও আল আমিন গুড় ঘরের মালিক মোঃ আলামিন মন্ডলকে ৩ হাজার টাকাসহ মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত ভেজাল গুড় সমূহ ধ্বংস করেন।

উক্ত ৫ টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন বলেও জানান র‍্যাব।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট