


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার পূর্ব রাত পৌনে ১টার দিকে ২ জন ভিকটিম উদ্ধারপূর্বক মোঃ আনোয়ার হোসেন (৪৫) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কাটাবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, অভিযুক্ত আনোয়ার হোসেন এবং ভিকটিম মোঃ সিয়াম ইসলাম ও মোঃ নাঈম শেখ নওগাঁর পাহাড়পুরে একটি হোটেলে কাজ করতেন। পরবর্তীতে অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন ভিকটিমদের ঢাকায় ভালো বেতনের কাজ দেওয়ার কথা বলে জয়পুরহাট নিয়ে চলে আসে এবং একটি হোটেলে কাজ দেয়। ভিকটিমের ভাই তাদের খোঁজ জানতে পেরে তাদের নিতে আসলে আনোয়ার হোসেন তাদের আটকে রেখে টাকা দাবি করে বলে যে টাকা না দিলে তাদের ছাড়বে না। পরবর্তীতে আনোয়ার হোসেন তাদের লুকিয়ে রেখে বলে যে তারা সেখান থেকে চলে গেছে।
ভিকটিমের ভাই কোনকিছু বুঝতে না পেরে গত শনিবার র্যাব ক্যাম্পে এসে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে র্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করলে ভিকটিমদের অবস্থান সনাক্তকরণসহ তাদের উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সমর্থ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে টাকার জন্য জোরপূর্বক ভিকটিমদেরকে একটি বাড়িতে আটকে রেখেছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।