সোমবার, মার্চ ২০, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলামাদারীপুর উৎসব শুভ উদ্বোধন করেন স্পিকার ড.শিরীন শারমিন

মাদারীপুর উৎসব শুভ উদ্বোধন করেন স্পিকার ড.শিরীন শারমিন

মীর ইমরান মাদারীপুর প্রতিবেদকঃ
মাদারীপুর উৎসব ২০২৩ইং জেলা প্রশাসক ড. রহিমা খাতুন কর্তৃক জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন এমপি। শুক্রবার( ২০ জানুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর মাদারীপুর উৎসব ২০২৩ ইং উদ্বোধন করেন তিনি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান গোলাপ এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, সংরক্ষিত আসনের নারী সদস্য তাহমিনা বেগম। এর আগে মাদারীপুর জেলা সার্কিট হাউসে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন এমপি কে, গাড অফ আনারক দিয়ে গ্রহন করে মাদারীপুর জেলা প্রসাশক,পরে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার ড.শিরীন শারমিন এমপি কে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা শরমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ওবায়দুল রহমান (কালু) খান,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন শেষে মাদারীপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের মাতৃত্বকালীন ভাতা সহ নানা রকম ভাতা দেওয়া হচ্ছে । এ কার্যক্রম আগামীতে আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন,স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী- নারী- শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, মাদারীপুর জেলা থেকে স্মাট বাংলাদেশ হওয়ার কার্যক্রম শুরু পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলাতে স্মাট বাংলাদেশ নিয়ে কাজ শুরু হবে।
এর আগে মুলভী আসছমত আলী খান এর কবর জিয়ারত করেন,স্পিকারড. শিরীন শারমিন।

মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
২০-০১-২৩

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট