


মার্চ ২৯: বিভিন্ন ফ্যাক্টরের কারণে সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নশীল দেশগুলোর ঋণঝুঁকি লক্ষণীয়ভাবে বেড়েছে। অথচ কেউ কেউ বাস্তবতা উপেক্ষা করে, তথাকথিত ‘চীনা ঋণের ফাঁদ’ তত্ত্ব প্রচার করছে, যা মিথ্যা প্রচারণা বৈ আর কিছুই নয়। এ ধরনের প্রচারণা অগ্রহণযোগ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র মাও বলেন, চীন সবসময় উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন দেওয়ার চেষ্টা করে আসছে। অর্থের অভাব অনেক দেশের উন্নয়নের পথে বড় বাধা। তাই, চীন বিভিন্ন দেশের চাহিদা অনুসারে, সেসব দেশকে অবকাঠামোসহ বিভিন্ন খাতে নানাভাবে সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। চীনের সাহায্যেই আফ্রিকায় উন্নত রেলপথের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০ হাজার কিলোমিটারে এবং সড়কপথের দৈর্ঘ্য ১ লাখ কিলোমিটার ছাড়িয়েছে।
তিনি আরও বলেন, চীন সবসময় উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানোর চেষ্টাই করে থাকে। চীনের বিরুদ্ধে উন্নয়নশীল দেশগুলোকে ‘ঋণের ফাঁদে’ ফেলার অভিযোগ তাই হাস্যকর।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।