


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় সরকারি জনতা কলেজ মাঠে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য মাইনুল ইসলাম, অধ্যক্ষ জামাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আ: রব জোমাদ্দার, আবদুল জব্বার হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।