শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িখেলাধুলাআর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দুমকিতে বিজয় শোভাযাত্রা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দুমকিতে বিজয় শোভাযাত্রা

মোঃ রিয়াজুল ইসলাম,দুমকি(পটুয়াখালী): দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর মেসিদের বিশ্বকাপ জয়ে বিজয়োল্লাসে মেতে উঠেছে বাংলাদেশের লাখো আর্জেন্টাইন সমর্থক।

তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর দুমকিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় মেসি ভক্তদের আয়োজনে এক বর্নাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

শতাধিক আর্জেন্টাইন ভক্তদের এ শোভাযাত্রাটি সরকারি জনতা কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার সদরের  প্রধান প্রধান সড়ক, লেবুখালী -বাউফল মহাসড়ক, পীরতলা বাজার,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।

এছাড়াও শোভাযাত্রায় সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় 
পতাকা, ১১০ফুট লম্বা আর্জেন্টিনার কয়েকটি পতাকাসহ বিভিন্ন ব্যানারও ফেস্টুনের পসরা সাজিয়ে বসেন তার। শেষে ফটোসেশন আর  ভ্যামোস আর্জেন্টিনা গানে নেচে জয়োল্লাস করেন আর্জেন্টাইন সমর্থকরা।

এ সময়ে প্রিয় দলের জার্সি পড়ে মোটরসাইকেলে ও পায়ে হেটে কিশোর-তরুণ-যুবকরা প্রিয় দলের পতাকা নিয়ে বাশির সুর, ব্যান্ড পার্টির ঢোলের আওয়াজে মেতে উঠেন দীর্ঘ প্রতীক্ষার বিজয়ে। মেসি মেসি এবং  আর্জেন্টিনা আর্জেন্টিনা ধ্বনিতে  আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সমার্থকবৃন্দ।

আজিজ আহম্মেদ কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে এটি সেরা ফাইনাল। পুরো ম্যাচ জুড়েই বার বার বদলাল খেলার রঙ। সত্যিই এটি লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের যুদ্ধ। জমজমাট স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ হাসি আর্জেন্টিনার। দু’দলের জন্যই রইল অভিনন্দন।

দুমকি উপজেলার অন্যতম আর্জেন্টিনার সমার্থক রাজিবুল ইসলাম রাজ(রন্টি) বলেন, সকল সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন লিওনেল মেসি তাঁর জাদুকরী বাম পায়ের মাধ্যমে। সমালোচকদের মুখ বন্ধ করতে তাঁর বাম পা-ই যথেষ্ট। ইতিহাসের সেরা হতে আর কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনিই বিশ্ব সেরা। তিনি দেখিয়েছেন কিভাবে কাঁধে করে দলকে টেনে নিয়ে আসতে হয়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জয় কিভাবে দেখছেন এ মর্মে প্রশ্ন করা হলে ইশরাত জাহান (অনি) নামের একজন মেসি ভক্ত জানান, এক কথায় বলতে চাই-ভ্যামোস! অনেক অনেক কষ্টের পরে জয় পেয়েছি। ২০১৪ সালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর অনেক কান্না করেছি।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট