


মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মো: মনিরুজ্জামান (জামাল মৃধা) ১৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত ও মো: সহিদুল ইসলাম (সহিদ সর্দার) ১২২ ভোট্ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৫৭ টি ভোটের মধ্যে ২৪৯ জন ভোটার উপস্থিত ছিলেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মো: ফয়সাল আহম্মেদ ১০৫ ভোট ও সাধারন সম্পাদক পদে এইচ.এম গোলাম রাব্বানী সুমন ৯৯ ভোট পেয়েছেন।
২৩ জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ছে বলে জানান নির্বাচন কমিশনার এ বিএম আসাদুজ্জামান ও জসিম উদ্দিন সুমন।