রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িআঞ্চলিকদুমকিতে ওৎ পেতে অফিস সহকারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দুমকিতে ওৎ পেতে অফিস সহকারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে অফিস সহকারীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারী সহ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়কে শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ মানববন্ধনের আয়োজন করেন ।

বিভিন্ন সুত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান তালুকদার দুমকি ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী পদে কর্মরত। জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় গত (৩০ আগষ্ট) মঙ্গলবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে লেবুখালীর কাঠালতলা এলাকায় এলে পূর্ব থেকে ওৎ পেতে শাহজাহানের ওপর অতর্কিত হামলা চালায় একই বাড়ির বাসিন্দা মজিদ তালুকদার, শহীদ তালুকদার, মিজান তালুকদার, রবিউল, আনিচুর,জুয়েলসহ আরও অনেকে।

এসময় শাহজাহানে’র একটি পা লোহার রড দিয়ে পিটিয়ে কয়েক টুকরো করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল রেফার করেন।

মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, প্রভাষক রহমাতুল্লাহ, শিক্ষক মোঃ নাসির উদ্দীন,  আহত শাহজাহানের মেয়ে মারজিনা আক্তার,  ভাতিঝি রিনা আক্তার বক্তব্য রাখেন। এসময় তারা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানের পাশাপাশি অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত রবিউল বলেন, তাদের সাথে আমাদের পূর্ব বিরোধ আছে কিন্তু এই হামলার ব্যাপারে আমরা কিছুই জানিনা।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে ঘটনার সত্যতা পেলে মামলা রুজু হবে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট