


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকিতে ৯৬ পিচ ইয়াবা সহ আরিফ শরিফ (৩০) তারেক মৃধা(২২) দুই জনকে আটক করেন পুলিশ। ২৬ আগস্ট শুক্রবার
রাত ১০.২০ মিনিটের সময় দুমকি থানার পুলিশ
এস আই শাহাদাত, এস আই মনিরুল ইসলাম
পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট থেকে তল্লাশি করে তাদের আটক করা হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন,
১/ আরিফ শরিফ (৩০) পিতা-দেলোয়ার হোসেন ২/ তারেক মৃধা(২২) পিতা- রাজ্জাক মৃধা উভয় সাং আলিপুর ৬ নং ওয়াড, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালিতে ৯৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয় ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।