


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা ছাত্রলীগের এক সময়ে রাজপথ কাপানো ত্যাগী নেতা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি,জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং ৯০এর স্বৈরাচার বিরোধী “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের” নোয়াখালী জেলা আহবায়ক সাঈদ মহবুব পারভেজ। দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে আক্রান্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি উন্নত চিকিৎসার জন্যে আগামীকাল ১৮ই নভেম্বর বৃহস্পতিবার সাঈদ মহবুব পারভেজ, তার সহধর্মিণী কামরুন নাহার এবং একমাত্র ছেলে সাবাবসহ -ভারতের “দিল্লি মেট্রো হসপিটাল”এর উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ।
সাঈদ মহবুব পারভেজ তার এই দুঃসময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন এবং সহানুভূতি ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে নোয়াখালী বাসীর কাছে নেক হায়াত এবং সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।