


মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) উদ্ভাবিত
উচ্চফলনশীল সরিষার জাত সমূহের পরিচিতি, চাষাবাদ প্রদ্ধতি এবং শূণ্য চাষে সরিষা চাষ,বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে রবিরাব (১৪ নভেম্বর) নোয়াখালী সুবর্ণচরে অবস্থিত বিনা উপকেন্দ্রের হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ( গবেষণা সমন্বয়ক) ড. মো মঞ্জুরুল ইসলাম,
বৈজ্ঞানিক কর্মকর্তা রায়হান শিকদার।
অন্যান্যদের মধ্যে বিনা’র নোয়াখালী উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার ফররুখ আহম্মেদসহ স্থানীয় কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে বিনা’র মহাপরিচালক বলেন, সুবর্ণচর এলাকায় শস্য বিন্ন্যাসে এক বছরে ৩টি ফসল অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য স্বল্প মেয়াদী আমন ধানের জাত যেমন বিনাধান-১৬, বিনাধান-১৭ চাষের পর রবি মৌসুমে বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১ চাষ করে পরবর্তীতে আউশ মৌসুমে বিনাধান-১৯ চাষ করলে অত্র এলাকায় তদুপরি দেশের উৎপাদন বাড়বে।