


জি এম শাকিল ;- নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় জয়াগ ইউনিয়নে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী -১ অাসন চাটখিল সোনাইমুড়ীর সাংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।
গতকাল শনিবার ১৩ নভেম্বর বিকেলে জয়াগ মহাবিদ্যালয় মিলনায়তনে জয়াগ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উপজেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে জয়াগ ইউনিয়নে চেয়ারম্যান শওকত আকবর পলাশের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
কিং মোজাম্মেল হক, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেল,
জয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার সালে আহমেদ প্রমূখ।
উপস্থিত ছিলো, চাটখিল সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্লাহ, সোনাইমুড়ী উপজেলা কৃষক লীগের মহিলা সম্পাদিকা তাছলিমা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা আক্তার, চাটখিল উপজেলা শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলী মানিকসহ সোনাইমুড়ী চাটখিল উপজেলা আওয়ামীলীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, প্রতি ইউনিয়নে সকল ওয়ার্ডে গণতান্ত্রিক পদ্ধতিতে অঙ্গসংগঠনের কমিটি গঠন করবে। প্রকৃত আওয়ামীলীগের নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোন পরগাছা আওয়ামীলীগের নাম ব্যবহার করতে না পারে, সে দিকে সবাই কে সচেতন হতে হবে। সকল নেতাকর্মীগণ সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো প্রচার করবেন।
গত বিএনপি সরকারের আমলে সারের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে কৃষক নিহত হয়েছে কিন্তু আজ কৃষকদের কে সার বীজের জন্য আন্দোলন করতে হয় না।
সরকার ভুর্তকির মাধ্যমে কৃষকদের মাঝে সার, বীজ, ট্র্যাক্টের, ধানের চারা রোপণে যন্ত্র, ধান মাড়াইয়ের যন্ত্র প্রদান করা হয়।