সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাসুধারামে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসর ও পদোন্নতি জনিত ৪ শিক্ষককে বিদায়ী...

সুধারামে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসর ও পদোন্নতি জনিত ৪ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে ২০১৯ সালে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উপাধি পাওয়া ঐতিহ্যবাহী নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩ জন সিনিয়র শিক্ষককে অবসরজনিত বিদায় ও ১ জন শিক্ষক পদোন্নতি পাওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১০ই নভেম্বর বেলা ১২ টায় নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, আমন্ত্রিত মেহমান ও বিদায়ী শিক্ষকদের প্রতি স্মৃতিচারণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে
এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবসরজনিত সংবর্ধিত ৩ শিক্ষক হলেন,আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, জনাব মোঃ মনির আহম্মদ,জনাব জনাব মোঃ শাহাব উদ্দিন এবং পদোন্নতি প্রাপ্ত ১ শিক্ষক হলেন জনাব জাহাঙ্গীর আলম। তিনি চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও আশরাফুল করিম চৌধুরী জসিমের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা শামীমা আক্তার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও আল-মদিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম চৌধুরী, প্রাক্তন শিক্ষক ও শিবপুর মুসলিম হাই স্কুল এর প্রধান শিক্ষক আ.ফা.ম ইসমাইল শিবলী,জমিদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিদ্যালয়ের হিসাব সহকারী ও শিক্ষক মোঃ লুৎফুল করিম, সিনিয়র শিক্ষক মোফাজ্জলের রহমান,সিনিয়র শিক্ষক মোঃ মফিজুর রহমান, ধর্মীয় শিক্ষক গোলাম কুদ্দুছ আজগর,সিনিয়র শিক্ষিকা নিলুফা ইয়াসমিন,রেজওয়ানুল হক রুবেল সহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডী, প্রাক্তন শিক্ষার্থী,সাংবাদিক ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে বক্তারা বিদায়ী ৪ শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য প্রদান করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট