


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে ২০১৯ সালে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উপাধি পাওয়া ঐতিহ্যবাহী নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩ জন সিনিয়র শিক্ষককে অবসরজনিত বিদায় ও ১ জন শিক্ষক পদোন্নতি পাওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ১০ই নভেম্বর বেলা ১২ টায় নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, আমন্ত্রিত মেহমান ও বিদায়ী শিক্ষকদের প্রতি স্মৃতিচারণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে
এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরজনিত সংবর্ধিত ৩ শিক্ষক হলেন,আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, জনাব মোঃ মনির আহম্মদ,জনাব জনাব মোঃ শাহাব উদ্দিন এবং পদোন্নতি প্রাপ্ত ১ শিক্ষক হলেন জনাব জাহাঙ্গীর আলম। তিনি চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও আশরাফুল করিম চৌধুরী জসিমের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা শামীমা আক্তার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও আল-মদিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম চৌধুরী, প্রাক্তন শিক্ষক ও শিবপুর মুসলিম হাই স্কুল এর প্রধান শিক্ষক আ.ফা.ম ইসমাইল শিবলী,জমিদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিদ্যালয়ের হিসাব সহকারী ও শিক্ষক মোঃ লুৎফুল করিম, সিনিয়র শিক্ষক মোফাজ্জলের রহমান,সিনিয়র শিক্ষক মোঃ মফিজুর রহমান, ধর্মীয় শিক্ষক গোলাম কুদ্দুছ আজগর,সিনিয়র শিক্ষিকা নিলুফা ইয়াসমিন,রেজওয়ানুল হক রুবেল সহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডী, প্রাক্তন শিক্ষার্থী,সাংবাদিক ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে বক্তারা বিদায়ী ৪ শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য প্রদান করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।