


রাজশাহী চারঘাট উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রায়হান এর জন্মদিন আজ
তিনি চারঘাট গ্রামে ৩ নভেম্বর ১৯৬৯ খ্রিঃ এই ধরণীতে জন্মগ্রহণ করেন, পিতা বীরমুক্তিযুদ্ধা মৃত আব্দুস সাত্তার ও মাতা গেসেনা বেগম, গেসেনা বেগমের কোলজুড়ে জন্ম নেয় ২ পুত্র ও ৫ কন্যা সন্তান ওরা সাত ভাইবোন, রায়হান হলেন বাবা মায়ের চতুর্থ তম পুত্র সন্তান।
বীরমুক্তিযুদ্ধা মৃত আব্দুস সাত্তার সেখ মৃত্যু বরণ করেন ১৯৭৬ সালে। রেখে গেছেন মা,৩ মেয়ে ও স্ত্রী এই নিয়ে তাদের সংসার। সে সময় বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন ও মেঝ মেয়ে তখন এইচ এস সিতে অধ্যায়রত, আর ছোট মেয়ের বয়স মাত্র ২ বছর।
মোঃ সাইফুল ইসলাম রায়হানের, ছোটবেলা থেকেই জনকল্যাণমুখী কাজ করার আগ্রহ তাই তিনি এখন বিশিষ্ট সমাজ সেবক,রাজনিতীবিদ লেখক,ও সাংবাদিক, এবং তিনি সবসময় এলাকার সমাজ সেবামূলক কাজে জড়িত থাকেন এলাকার মানুষের দুঃখ-কষ্ট-হাসি-কান্নায় নিজেকে জড়িয়ে রেখেছেন, মহামারী করোনা কালীন সময়ে সাধ্যমত এলাকার শ্রমজীবী ও হতদরিদ্র মানুষকে সহযোগিতা করেন তিনি।
উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম রায়হান, বর্তমানে তিনি চারঘাট রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রাজশাহী পত্রিকা, অনলাইন স্বপ্ন টিভি, লায়ন বাংলা, চায়না বাংলা,দৈনিক বাংলার সময়, প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
তার জন্মদিনে চারঘাট উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীর পক্ষ থেকে তারা তার সুস্বাস্থ,সুখীময় জীবন,দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।