


সেপ্টেম্বর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল ৪৩তম দফায় চীনের বন্ধুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে, এর ভূয়সী প্রশংসা করে চীন। এর মাধ্যমে চীনের সম্পর্ক উন্নয়নের ওপর আরব লিগের দৃঢ়প্রতিজ্ঞা ফুটে উঠেছে।
জানা গেছে, সম্প্রতি ১৬০তম আরব লিগের পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলে একটি চীনা প্রস্তাব গৃহীত হয়েছে। এতে একচীন নীতি এবং ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবে আরব দেশগুলোর প্রতি সমর্থন পুনরায় ঘোষণা করা হয়। সেই সঙ্গে, অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এগিয়ে নিতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসার কথা উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সংবাদদাতাদের প্রশ্নের জবাবে মুখপাত্র মাও বলেন, চীনের সঙ্গে আরব দেশগুলোর সহযোগিতায় অর্জিত অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে এই প্রস্তাবে। আরব ব্রত সমর্থন, শান্তিপূর্ণভাবে আঞ্চলিক সংকট নিষ্পত্তি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এগিয়ে নিতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এ থেকে পুনরায় স্পষ্ট যে, সংলাপ ও পরামর্শ জোরদার করা এবং ঐক্যবদ্ধ ও সহযোগিতা বাড়ানো হচ্ছে চীন ও আরব দেশগুলোর যৌথ আকাঙ্ক্ষা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।