সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিক‘চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট’

‘চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট’

অক্টোবর ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ের অবস্থান বরাবরই এক ও স্পষ্ট।
তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথোপকথন করেছেন। এ সময় দু’দেশের সম্পর্ক ও অভিন্ন উদ্বেগ নিয়ে তাদের মধ্যে খোলামেলা মতবিনিময় হয়েছে।
মুখপাত্র বলেন, আলাপকালে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছেন যে, চীন-ভারত সম্পর্কের উন্নতি ও উন্নয়ন দুই দেশ ও দুই দেশের জনগণের সাধারণ স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও সহায়ক। দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে উভয় পক্ষের সামনে এগিয়ে যাওয়া, সীমান্ত সমস্যা সঠিকভাবে মোকাবিলা করা, এবং যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা উচিত।
মুখপাত্র আরও বলেন, চীন-ভারত সীমান্ত ইস্যু একটি ঐতিহাসিক ইস্যু। একে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উপযুক্ত স্থানে রাখা উচিত এবং শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এর ন্যায্য, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা উচিত। পাশাপাশি, দু’পক্ষের উচিত সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট