


অক্টোবর ২৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় বলেন, সিরিয়ায় কয়েকটি দেশের সেনাদের অব্যাহত অবৈধ সামরিক তত্পরতায় তাঁর দেশ উদ্বিগ্ন।
তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে; দেশটিতে বিদেশী সৈন্যদের অবৈধ মোতায়েন ও সামরিক তত্পরতা বন্ধ করতে হবে।
কেং শুয়াং বলেন, রাজনৈতিক উপায়ে সিরীয় সমস্যার সমাধান করতে হবে; নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে, সমস্যা সমাধানে আরব দেশগুলোর কাছে থেকে আরও বেশি সাহায্য প্রত্যাশা করে চীন।
তিনি আরও বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ সন্ত্রাসদমন পরিস্থিতি অত্যন্ত জটিল। সন্ত্রাসবাদ দমন এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিরীয় সরকারের অধিকারকে স্বীকার করে চীন। আন্তর্জাতিক সমাজের উচিত, শূন্য সহনশীলতার মনোভাব নিয়ে সিরিয়ায় সন্ত্রাস দমনে সাহায্য করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।