


অক্টোবর ২৪: সীমান্ত ইস্যুতে চীন-ভুটান বিশেষজ্ঞ গ্রুপের ত্রয়োদশ চার দিনব্যাপী বৈঠক বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) শেষ হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ও সমুদ্রবিষয়ক বিভাগের মহাপরিচালক হুং লিয়াং এবং ভুটানের আন্তর্জাতিক বিষয়ক সচিব লেডো ডম্বি যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন।
বিশেষজ্ঞদলের দ্বাদশ বৈঠকে উপনীত ঐকমত্যের ভিত্তিতে, দু’পক্ষ ‘চীন-ভুটান সীমান্ত আলোচনাসংক্রান্ত তিন দফা পদক্ষেপ রোডম্যাপ’ কাজে লাগাতে, আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করে।
‘তিন দফা পদক্ষেপ’ রোডম্যাপ একযোগে বাস্তবায়ন করতে বৈঠকে দু’পক্ষ একমত হয়। পাশাপাশি, ঘন ঘন সীমান্ত-আলোচনার আয়োজন করা, যত তাড়াতাড়ি সম্ভব চীন-ভুটান সীমান্ত বিশেষজ্ঞ গ্রুপের চতুর্দশ বৈঠকের আয়োজন করা, এবং ২৫তম সীমান্ত-আলোচনার জন্য যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছে দু’পক্ষ।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।