বুধবার, অক্টোবর ৪, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিক‘তিব্বত ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ’

‘তিব্বত ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ’

অক্টোবর ২৩: তিব্বত ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ ও অগ্রহণযোগ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যকে উপেক্ষা করে, চীনা কর্মকর্তাদের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি গুরুতরভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপস্বরূপ, যা চীনের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে ও নিন্দা জানায়।
মুখপাত্র বলেন, তিব্বতে মানবাধিকার পরিস্থিতি ইতিহাসের সর্বোত্তম সময়ে রয়েছে, যা আন্তর্জাতিক সমাজ স্বীকার করেছে। দীর্ঘকাল ধরে তিব্বতের অর্থনীতি বিকশিত হচ্ছে, সমাজ সুসংগত ও স্থিতিশীল আছে, এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা হয়েছে। তা ছাড়া, তিব্বতে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা আছে।
তিনি বলেন, চীনের তিব্বতের কিছু অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এবং সেখানে মানুষ বিক্ষিপ্তভাবে বসবাস করে। বিশেষ করে, পশুপালকদের বাচ্চাদের স্কুলে যাওয়া-আসা করতে দীর্ঘ যাত্রা করতে হয়, যা খুবই অসুবিধাজনক। সেখানে শিক্ষকের সংখ্যা ও শিক্ষার মান নিশ্চিত রাখাও কঠিন। এ প্রেক্ষাপটে সকল শিশু যাতে সমানভাবে শিক্ষার অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রকৃত চাহিদা অনুযায়ী বোর্ডিং স্কুল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তিব্বতের মানবাধিকার, সংস্কৃতি, ও ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা করা হয়েছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, তিব্বত ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ এখানে কাম্য নয়। যুক্তরাষ্ট্রের উচিত বাস্তবতাকে সম্মান করা এবং তিব্বত ইস্যুতে নিজের প্রতিশ্রুতি মেনে চলা।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট