


অক্টোবর ২৩: লিবিয়ার ওপর বাইরের ক্রমবর্ধমান চাপ অগ্রহণযোগ্য। জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের এক প্রকাশ্য সভায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, লিবিয়া সমস্যার রাজনৈতিক, ঐতিহাসিক, জাতিগত কারণ আছে। বাইরের চাপ ও হস্তক্ষেপের ফলে দেশটির পরিস্থিতির চরম অবনতি ঘটে। এ ধরনের চাপ ও হস্তক্ষেপ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তাই পিং বলেন, লিবিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে সকল পক্ষের প্রতি বার বার আহ্বান জানিয়ে আসছে দেশটির বিভিন্ন দল এবং আরব লীগসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা। আন্তর্জাতিক সমাজের উচিত, তাদের উদ্বেগকে আমলে নেওয়া এবং দেশটির ওপর না-হক চাপ প্রয়োগ থেকে বিরত থাকা।
চীনা প্রতিনিধি আরও বলেন, বর্তমানে লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এক গুরুত্বপূর্ণ সময়কাল অতিক্রম করছে। নির্বাচনী আইনের খসড়া মতৈক্যে পৌঁছাতে ‘৬+৬’ যৌথ কমিটি যে প্রচেষ্টা চালিয়েছে, তার ভূয়সী প্রশংসা করে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।