


অক্টোবর ২৩: পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বেইজিং। গতকাল (মঙ্গলবার) চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং চীনে জাপানি রাষ্ট্রদূত তারে হিদেওকে ডেকে পাঠান।
তিনি হিদেওকে আগামীকাল (বৃহস্পতিবার) ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে চীনের পক্ষ থেকে কঠোর মনোভাবের কথা জানিয়ে দেন।
বৈঠকে তিনি বলেন, জাপান সরকার আন্তর্জাতিক সমাজের তীব্র সন্দেহ ও বিরোধিতা উপেক্ষা করে, ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার পথে এগুচ্ছে। এক্ষেত্রে দেশটি এতদঞ্চল তথা বিশ্বের মানুষের দীর্ঘমেয়াদী কল্যাণের চেয়ে নিজের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। এটি অত্যন্ত স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন কাজ। চীন এর তীব্র বিরোধিতা করে।
তিনি জোর দিয়ে বলেন, ফুকুশিমার পারমাণবিক দুর্ঘটনা এ পর্যন্ত বিশ্বে সবচেয়ে গুরুতর পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি। এতে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসে এবং সামুদ্রিক পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং মানবস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। এদিকে, সমুদ্র হল মানবজাতির অভিন্ন সম্পদ, যা জাপান দূষিত করতে পারে না। এই ভুল সিদ্ধান্ত বাতিল করতে জাপানকে আবারও তাগিদ দেয় চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।